এম এচই কুলাউড়া বিডি ডট কম
টিলাগাও স্টেশন বন্ধ \ চুরি হয়ে যাচ্ছে রেলের মূল্যবান সম্পদ কুলাউড়া উপজেলার প্রাচীনতম টিলাগাও রেলওয়ে স্টেশনটি শেষ পর্যন্ত বন্ধই থেকে গেলে। দীঘদিন ধরে স্টেশন মাস্টারের অফিসসহ সকল অফিসে ঝুলছে তালা । স্টেশন মাষ্টার নেই । নেই অন্যান্য জনবলও । নীরব সাী হয়ে আছে শুধু লাল রঙের ২টি ভবন । স্টেশন মাস্টার না থাকায় যাত্রীরা এসে টিকেট করতে পারে না । ট্্েরন আসে যায় ইচ্ছামতো । ফলে এ অঞ্চলের ট্রেন যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় । যাত্রীদের ট্রেনের সময় সূচী জানার ও কোন সুযোগ নেই, ফলে টিলাগাও স্টেশনের যাত্রীদের কষ্টের শেষ নেই। জানা যায়, স্টেশন মাষ্টারের কোয়াটারসহ বিভিন্ন রুমের দরজা জানালা ভেঙ্গে মূল্যবান জিনিষ চোরেরা নিয়ে যাচ্ছে । লোক নিয়োগ দূরের কথা ,রেলওয়ে কর্তৃৃপ একের পর এক স্টেশন মাষ্টার বদলী করছে । এরই মধ্যে স্টেশন মাষ্টার মতিউর রহমান কে ঝিনাইদহ ও শাহজাহানকে শমসেরনগর বদলী করা হয় । বর্তমানে ইয়াসিন আলী নামে এক ব্যক্তি রাতে স্টেশন পাহারা দিচ্ছে । কি-ম্যান খসরু মিয়া বলেন, স্টেশনটি পুনরায় চালু করা খুবই প্রয়োজন । রেলের মালামাল চুরির আশংকা করছেন তিনি । টিলাগাওয়ের কয়েকজন ব্যবসায়ী বলেন,৫ বছর আগে এ স্টেশন থেকে লাখ লাখ টাকা আয় হতো । লংলা বাগানের চা পাতাসহ বিভিন্ন মালামাল এ স্টেশন থেকে বুকড করে দেশের বিভিন্ন মিলে নেয়া হতো । তারা বলেন, রেলের লোকদের দূর্নীতি ও অবহেলার কারণে আজ টিলাগাও স্টেশনটি বন্ধ হয়েছে । টিলাগাও স্টেশনে ৩ জন মাষ্টার,৬ জন পাইটম্যান ও ৩ জন ফুটার থাকার কথা । কিন্তুু এখানে এসব পদেও অনেকেই নেই । নতুন লোক নিয়োগ না কওে বরং যারা ছিল তাদের বদলি করা হয় । এ স্টেশনটি বন্ধ হওয়ায় এলাকার যাত্রী সাধারানের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে । স্টেশনটি চালু করার জন্য জোর দাবী জানাচ্ছেন টিলাগাও সহ দণিাঞ্চলের সর্বস্তরের মানুষ ।