এম এচই কুলাউড়া বিডি ডট কম
কুলাউড়া হাসপাতালে ৫০ শয্যার কার্যক্রম শুরু না হওয়ায় বিঘিœত হচ্ছে স্বাস্থ্যসেবাকুলাউড়া হাসপাতালে ৫০ শয্যার কার্যক্রম শুরু না হওয়ায় বিঘিœত হচ্ছে স্বাস্থ্যসেবা। সংশ্লিষ্ট কর্তৃপরে যেন এ নিয়ে কোনো দায় নেই। জানা গেছে,কুলাউড়া হাসপাতালের ৫০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করা হয় ২০০৬ সালের ৭ অক্টোবর। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভবনের উদ্বোধন করেন। এরই মধ্যে পেরিয়ে গেছে ৩ বছর। নতুন ভবনের নিচে মেডিক্যাল অফিসাররা বসে রোগী দেখেন। ভবন ব্যবহার করলেও বেশির ভাগ কর্মকর্তাই ৫০ শয্যার কার্যক্রম শুরু না হওয়ার পে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়। ৫০ শয্যা কার্যক্রম শুরু হলে প্রতিটি বিভাগে একজন করে বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা কার্যক্রম পরিচলনা করবেন। এতে বর্তমান ডাক্তারদের বানিজ্য ঘাটতি হবে। ফলে এখানকার কর্মরত ডাক্তাররা কোনো সময়ই ৫০ শয্যা কার্যক্রম শুরু না হওয়ার পে অবস্থান নেন। প্রশাসনিক জটিলতার পাশাপাশি কর্মরত ডাক্তারদের এই অনীহার কারনেই উদ্বোধনের ৩ বছর অতিবাহিত হলেও ৫০ শয্যার কার্যক্রম বিলম্বিত হচ্ছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে । এদিকে হাসপাতালের জরুরি বিভাগ পুরাতন ভবনে থাকায় চিকিৎসা নিতে আসা কিংবা মারাতœক আহত রোগীকে পোহাতে হয় দুর্ভোগ। জরুরি বিভাগ নতুন ভবনে স্থানান্থরের ব্যাপারে দ্রত উদ্যোগ নেয়া প্রয়োজন বলে অভিমত রোগীদের। হাসপাতালে বর্তমান ৩১ শয্যার মধ্যে অর্ধেক শয্যাই অকেজো। শয্যাগুলো সচল না হওয়ায় মাঝে মাঝে রোগীগে বাধ্য হয়ে মেঝেতে থাকতে হয়। শুধু তাই নয়, গোটা হাসপাতালের বাতাস ক্রমেই দূষিত হচ্ছে। হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে দুর্গন্ধে প্রবেশ করাই দুস্কর। হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা দুর্গন্ধের কারনে সুস্থ হওয়ার বদলে আরও অসুস্থ হয়ে পড়েন। তাছাড়া হাসপাতালের প্রত্যেকটি ময়লার ট্যাংকি ভর্তি হয়ে তা আশপাশে ছড়িয়ে পড়ছে। আর সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে গোটা হাসপাতালের বাতাস বিষময় করে তুলছে। সেদিকে কোনো নজর নেই সংশিষ্ট কর্তৃপরে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌরমনি সিনহা জানান, ৫০ শয্যার কার্যক্রম শুরুর ব্যাপারে যা করা প্রয়োজন তা করবো। উর্দ্ধতন কর্তৃপরে কাছে চিঠি দিলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের দাবি জানাবো। আর পরিচ্ছন্নতা বিষয়টি দেখে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট। জেলা থেকে এরা কাজ করার কারনে সমস্যার সৃষ্টি হয়। আমি এ ব্যাপারে বলেছি এবং উর্দ্ধতন কর্তৃপরে কাছে লিখেছি।