এম এচই কুলাউড়া বিডি ডট কম
ইটা রাজ্যের শেষ হিন্দু রাজা সুবিদ নারায়ণ (১৫৩০-১৫৯৮ খ্রিঃ) রাজা হিসেবে শিক্ষিত, সংস্কারপন্হী ছিলেন। স্ত্রী কমলা রানিকে নিয়ে রাজা সুখে স্বাচ্ছন্দ্যে রাজ্য পরিচালনা করছিলেন। এক রাতে রাজা স্বপ্নে দেখলেন কে যেন আদেশ দিচ্ছেন বাড়ির সম্মুখে সুপ্রশস্হ দিঘি খনন করতে হবে। স্ত্রী কমলা রানি রাজাকে উৎসাহ দিলেন। দরিদ্র প্রজাগণ যদি সুপানীয় পান করতে না পারে তবে ক্ষতির সম্ভাবনা ভেবে রাজা খনন কাজ আরম্ভ করলেন। ২৬০ জন শ্রমিক ৩ মাসে খনন সম্পন্ন করেন। খনন শেষ হলে রাজা মহাবিপদের সম্মুখীন হন। এত টাকা, জমি, পরিশ্রমের পর দিঘিতে জল নেই। চিন্তায় অস্হির-দিশেহারা রাজা আবার স্বপ্নে দেখলেন যতক্ষন না পর্যন্ত কমলা রানিকে জলদেবীর উদ্দেশ্যে প্রেরণ না করবেন দিঘি জলশূণ্য থাকবে। কমলা রানি রাজার স্বপ্ন শুনে স্বেচ্ছায় রাজি হয়ে বত্রিশ অলংকারে সেজে তিন মাসের দুগ্ধপোষ্য শিশুকে রাজগৃহে রেখে সবাইকে শেষ বিদায় জানিয়ে দিঘিতে অবতরণ করতে লাগলেন। রানি যখন দিঘির তলদেশে নেমে জলদেবীর স্তুতি বন্দনা শেষ করলেন সাথে সাথে দিঘি জলে পরিপূর্ণ হয়ে গেল। পরবর্তীতে কমলা রানি রাজাকে স্বপ্নে আদেশ ...