রবিবার, ২৬ জুলাই, ২০০৯

বাংলাদেশ রেলওয়ের সিলেট-আখাউড়া রেল পথের কমলগঞ্জের ধলাই সেতুর অধিকাংশ স্লিপার পচে যাওয়ায়

বাংলাদেশ রেলওয়ের সিলেট-আখাউড়া রেল পথের কমলগঞ্জের ধলাই সেতুর অধিকাংশ স্লিপার পচে যাওয়ায় ও কিপের নাট বল্টু না থকায় অনেকটা ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। দ্রুত গতিতে ট্রেন সেতু পারাপারে যে কোন মুহুর্তে ভয়াবহ ট্রেন দূঘটনা ঘটতে পারে।সরেজমিনে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের নিকটবর্তী স্থানে অবস্থিত রেলওয়ের ২৮৩ নং ধলাই সেতুর রেল লাইনের অবস্থা খুবই নাজুক। দীর্ঘদিন ধরে এ সেতু রেললাইন সংস্কার না করায় অধিকাংশ স্লিপার পচে গেছে। এছাড়া স্লিপারের কীপ ও নাট বল্টু নেই। রেল লাইনের পাত মোটা তার দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই অবস্থায় ঐ সেতুর উপর দিয়ে দ্রুত গতিতে চলছে আন্তঃনগর ও লোকাল যাত্রীবাহী ট্রেন। স্লিাপার পচে যাওয়া ও কীপে নাট বল্টু না থাকা অনেকটা ঝুঁকির মধ্যেই এ রুটে ট্রেন চলাচল করছে। এতে যে কোন মুহুর্তে ট্রেন দূঘর্টনার আশঙ্খা রয়েছে। এতে প্রান হানি সহ সারা দেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। ¯হানীয় লোকজন সেতুটির রেল লাইনটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপ সেতুটির রেল লাইন সংস্কার করছেন না। এপ্রসঙ্গে রেলওয়ের আখাউড়া-সিলেট সেকশনের শ্রীমঙ্গল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নূরুর আক্তার ধলাই সেতুর নাজুক অবস্থার কথা স্বীকার করে বলেন কীপ ও নাট বল্টু চুরির কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রেলপথের সংস্কার কাজ চলছে।