শনিবার, ২ মে, ২০০৯

৭দিনেরকাগজ


টিপাইমুখ বাঁধ ভারত ফারাক্কা
ব্যারেজের মাধ্যমে গঙ্গার জল হরণ করেছে৷ আন্তঃনদী সংযোগ পরিকল্পনার মাধ্যমে ব্রহ্মপুত্রের জল সরিয়ে নিতে চায়৷ এছাড়াও মেঘনার জল হরণের জন্য ইতিমধ্যে এই নদীর উজানে মণিপুর রাজ্যের টিপাইমুখে বাঁধ দেওয়া হচ্ছে৷ ভারত এখানে একটি জলবিদু্যত্‍ কেন্দ্র গড়বে৷ কিন্তু এই প্রকল্প মণিপুর ও মিজোরামের ৩১১ বর্গ কিলোমিটার চাষযোগ্য ভূমি ডুবিয়ে দেবে৷ তাই এই প্রকল্পের বিরুদ্ধে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার জনগণ প্রতিরোধ-সংগ্রাম করছে৷ টিপাইমুখ প্রকল্প বাস্তবায়িত হলে শুকনা মৌসুমে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড় ও জলাভূমিগুলোতে জল আসবে না৷ এই কারণে ঐ এলাকার জনগণ, ভূতল জীব ও মত্‍স্যসম্পদ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং জলজ জীববৈচিত্রে বিপর্যয় ঘটবে৷ মিষ্টি পানির অভাবে সমুদ্রের লোনা জল হাওড় এলাকার মধ্যে প্রবেশ করবে৷ উপসংহার বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক নদীগুলির প্রায় সবকটি ভারত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে৷ উপমহাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে ভারত এসকল নদীর প্রবাহ রোধ করে অধিক খাদ্য উত্‍পাদনে লাগাতে চায়৷ ভারত ইতিমধ্যে গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মাণ করেছে, এখন ব্রহ্মপুত্র নদীর জল সরিয়ে নেবার উদ্যোগ নিচ্ছে৷ আন্তর্জাতিক নদীগুলিতে বাংলাদেশ যেহেতু ভাটিতে অবস্থিত তাই বাংলাদেশের অবস্থান দুর্বল৷ অথচ ভারতের পরিকল্পনায় বাংলাদেশের জনগণ ক্ষতির সম্মুখীন হচ্ছে৷ তবে ভারতের জনগণও এসকল প্ররিকল্পনার সমালোচনা করছে৷ কারণ পরিকল্পনাগুলোতে যে লাভের কথা বলা হচ্ছে তার চেয়ে জনগণের দুর্ভোগ ও পরিবেশ বিপর্যয় হবে অনেক বেশী৷ বাংলাদেশের জনগণের উচিত হবে ভারতের জনগণের সাথে হাত মেলানো৷ এভাবেই ভারত সরকারের বিপর্যয় সৃষ্টিকারী এবং আগ্রাসী পরিকল্পনাকে রোধ করা সম্ভব হবে৷ সারণী_২ : বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর তালিকা ক্রম নদীর নাম সীমান্ত জেলা ভাটির নদী/সাগর ১ রাইমঙ্গল সাতক্ষীরা বঙ্গোপসাগর ২ ইছামতি-কালিন্দী ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা হাড়িয়াভাঙ্গা ৩ বেতনা-কোদালিয়া যশোর খোলপেটুয়া ৪ ভৈরব-কপোতাক্ষ মেহেরপুর, যশোর আরপাঙ্গাশিয়া ৫ মাথাভাঙ্গা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা চূর্ণী ক্রম নদীর নাম সীমান্ত জেলা ভাটির নদী/ সাগর ৬ গঙ্গা চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী পদ্মা ৭ পাগলা চাঁপাই নবাবগঞ্জ গঙ্গা ৮ আত্রাই দিনাজপুর, নওগাঁ হুরাসাগর ৯ পুনর্ভবা দিনাজপুর, নওগাঁ মহানন্দা ১০ তেঁতুলিয়া দিনাজপুর টাঙ্গন ১১ টাঙ্গন ঠাকুরগাঁ, দিনাজপুর মহানন্দা ১২ কুলিক ঠাকুরগাঁ মহানন্দা ১৩ নাগর পঞ্চগড়, ঠাকুরগাঁ মহানন্দা ১৪ মহানন্দা পঞ্চগড়, চাঁপাই নবাবগঞ্জ গঙ্গা ১৫ ডাহুক পঞ্চগড় মহানন্দা ১৬ করতোয়া পঞ্চগড় আত্রাই ১৭ তালমা পঞ্চগড় করতোয়া ১৮ ঘোড়ামারা পঞ্চগড় করতোয়া ১৯ দেওনাই-যমুনেশ্বরী নীলফামারী করতোয়া ২০ বুড়ি তিস্তা পঞ্চগড়, নীলফামারী তিস্তা ২১ তিস্তা নীলফামারী, লালমনিরহাট ব্রহ্মপুত্র ২২ ধরলা কুড়িগ্রাম, লালমনিরহাট ব্রহ্মপুত্র ২৩ দুধকুমার কুড়িগ্রাম ব্রহ্মপুত্র ২৪ ব্রহ্মপুত্র কুড়িগ্রাম যমুনা ২৫ জিঞ্জিরাম কুড়িগ্রাম ব্রহ্মপুত্র ২৬ চিল্লাখালী শেরপুর কংস ২৭ ভোগাই শেরপুর কংস ২৮ নিতাই ময়মনসিংহ কংস ২৯ সোমেশ্বরী নেত্রকোনা বাউলাই ৩০ যদুকাটা-রক্তি সুনামগঞ্জ বাউলাই ৩১ জালুখালী-ধামাতিয়া সুনামগঞ্জ সুরমা ৩২ নওয়াগাঙ সুনামগঞ্জ সুরমা ৩৩ উমিয়াম সুনামগঞ্জ সুরমা ৩৪ ঢালা সিলেট পিয়ান ৩৫ পিয়ান সিলেট সুরমা ৩৬ সারিগোয়াইন সিলেট সুরমা ৩৭ সুরমা সিলেট কালনী ৩৮ কুশিয়ারা সিলেট কালনী ৩৯ সোনাই-বরদল সিলেট, মৌলবীবাজার কুশিয়ারা ৪০ জুরী মৌলবীবাজার কুশিয়ারা ৪১ মনু মৌলবীবাজার কুশিয়ারা ৪২ ধলাই মৌলবীবাজার মনু ৪৩ গোপলা-লুংলা হবিগঞ্জ কালনী ৪৪ খোয়াই হবিগঞ্জ কালনী ক্রম নদীর নাম সীমান্ত জেলা ভাটির নদী/ সাগর ৪৫ সুতাং হবিগঞ্জ কালনী ৪৬ সোনাই হবিগঞ্জ তিতাস ৪৭ হাওড়া ব্রাহ্মণবাড়িয়া তিতাস ৪৮ বিজনি ব্রাহ্মণবাড়িয়া তিতাস ৪৯ সালদা ব্রাহ্মণবাড়িয়া তিতাস ৫০ গোমতী কুমিল্লা মেঘনা ৫১ কাকড়ী-ডাকাতিয়া কুমিল্লা মেঘনা ৫২ সেলোনিয়া ফেনী ফেনী ৫৩ মুহুরী ফেনী ফেনী ৫৪ ফেনী চট্টগ্রাম, খাগড়াছড়ি বঙ্গোপসাগর ৫৫ সঙ্গু+ বান্দরবন বঙ্গোপসাগর ৫৬ মাতামুহুরী+ বান্দরবন বঙ্গোপসাগর ৫৭ নাফ+ বান্দরবন, কক্সবাজার বঙ্গোপসাগর ৫৮ হাড়িয়াভাঙ্গা* সাতক্ষীরা বঙ্গোপসাগর ৫৯ সঙ্কোশ* কুড়িগ্রাম ব্রহ্মপুত্র ৬০ লুবাছড়া* সিলেট সুরমা + মায়ানমারের সাথে সীমান্ত * যৌথ নদী-তালিকায় অন্তর্ভুক্ত নয়