সোমবার, ২৭ এপ্রিল, ২০০৯










বর্ষাকালের এখনো প্রায় দু'মাস বাকী। কিন্তু মৌলভীবাজারে বর্ষা নেমেছে আকাশ ভেঙে। যারা রবীন্দ্রসংগীত পছন্দ করেন তাদের কাছে বর্ষাকালে রবীন্দ্রনাথের বর্ষার গানের আলাদা কদর রয়েছেই। বর্ষা আসার আগেই বর্ষার ২৫টি গান নির্বাচন করে উপস্হাপন করলাম। নিজে শুনতে পারেন বা সিডি রাইট করে প্রিয়জনকে উপহার দিতে পারেন রবীন্দ্রনাথের বর্ষার গান।
লোক সাহিত্যের সমৃদ্ধ উপাদানগুলোর অন্যতম হচ্ছে ধাঁ ধাঁ। বৃহত্তর সিলেট অঞ্চলের কিছু ধাঁ ধাঁ বা পই উপস্হাপন করলাম পাঠকদের সামনে। দেখুনতো ভাঙাতে পারেন কিনা ?