সোমবার, ২৭ এপ্রিল, ২০০৯

www.7dinerkagaj.com


এপ্রিল হচ্ছে আমেরিকায় কবিতা উৎসবের মাস


এপ্রিল মাস হচ্ছে আমেরিকায় জাতীয় কবিতা উৎসবের মাস। ১৯৯৬ সাল থেকে প্রতি বছর এ মাসে উদযাপিত হয় কবিতা উৎসব। এর সাথে বসন্তের আগমনের কি কোন সম্পর্ক রয়েছে? কে জানে? তবে কবি টি এস এলিয়ট "এপ্রিলকে নিষ্ঠুরতম মাস" বলে তার কবিতার শিরোনামে বর্ণনা করেছিলেন। তাই আধুনিক আমেরিকার কবিরা এপ্রিলের এই দুর্ণাম ঘুচাতে এই মাসকেই বেছে নিয়েছেন জাতীয় কবিতা উৎসব উদযাপনের জন্য। আমেরিকার কবিদের সর্ববৃহৎ সংগঠন একাডেমী অফ দ্য আমেরিকান পয়েটস আমেরিকার আনাচে কানাচে কবিতা উৎসবের আয়োজন করে থাকে এই মাসে। সংগঠনটির জন্ম ১৯৩৪ সালে।কবিতা শুধু আবেগের প্রকাশ নয়, ছন্দময় সৌন্দর্য নয়, বরং পরিবর্তনের বাহন। কবিতার পংক্তিমালার আশ্রয়ে এই সমাজ জীবন ও প্রকৃতি নিয়ে নতুন উপলদ্ধি খুঁজে পায়। কবিতা প্রতিবাদ করতে পারে, বদলে দিতে পারে আমাদের সামস্টিক ভাবনাকে। খন্ডিত ও আত্মকেন্দ্রিক ভাবনা থেকে থেকে আমরা কবিতার ছন্দমালায় উত্তরিত হই এক সামস্টিক জীবনবোধের মিলনমেলায়। তাই, প্রতি বছরই এদেশে জাতীয় কবিতা উৎসব বেশ জাঁকজমকের সাথে উদযাপন করা হয়। এই উৎসবকে সফল করার জন্য প্রতি বছর কবিদের এই সংগঠন প্রায় দু'লক্ষ পোস্টার বিতরণ করে সারা আমেরিকা জুড়ে। এ বছরের কবিতা উৎসবের উপজীব্য হচ্ছে "কবিতা ও সৃস্টিশীল মনন ২০০৯"। এ বছরের কবিতা উৎসবের সম্মেলন হবে নিউইয়র্কের লিংকন সেন্টারে ।আপনি কি জানেন আপনার আশেপাশেই হচ্ছে কবিতা উৎসব? আমেরিকার প্রতিটি স্টেটে কোথায় আর কখন কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে তা জানতে এখানে ক্লিক করুন । ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের কাছে ফলগার শেক্সপীয়ার লাইব্রেরীতে নিয়মিত কবিতার আসর বসে। আর স্কুলের ছেলেমেয়েদের জন্য কবিতা রচনার প্রতিযোগিতার আয়োজনও তারা করে থাকে। কবিতা উৎসবের মাস উপলক্ষে সোনিয়া রোজের লেখা ও আবৃত্তিতে "ভ্যালী হার্ট" কবিতার ভিডিও দেখুন। আর্থ ডে উপলক্ষে উৎসর্গ করা তার কবিতা আমাদের মুগ্ধ করে রাখে। কেবল কবিরাই পারেন আমাদের মুগ্ধ করে রাখতে। কবিতার পরতে সাজানো ছন্দের পাখায় আমাদের ভাবনা মুক্তি পায় নীল আকাশে উড়ে যাওয়া এক মুক্ত বিহঙ্গের মতো।