সোমবার, ২৭ এপ্রিল, ২০০৯


এক নজরে মৌলভীবাজার জেলা
বাংলাদেশের উত্তর-পূর্বাংশে অবস্থিত মৌলভীবাজার জেলা প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতি এখানে তার সৌন্দর্যের শুদ্ধতম রূপের পরম বিকাশ ঘটিয়েছে। বিশ্বখ্যাত মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। টিলা আর সমতলের চা বাগানের গাঢ় শ্যামলিমা, নানা প্রজাতির পশু-পাখির বিচরণে মুখর প্রাকৃতিক বনভূমি আর তার বৃক্ষরাজি, সবুজ পাহাড়ের ভেতর দিয়ে চলে যাওয়া আঁকাবাঁকা পথ, চিরহরিৎ লতাগুল্ম আচ্ছাদিত অসংখ্য টিলা আর তাদের গা বেয়ে নেমে আসা ছড়া, হাওড় আর নদী, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ণিল জীবনধারা- এই সব কিছু মিলে মৌলভীবাজার জেলা এক অতুলনীয় সুন্দর জনপদ।
১৮৮২ খ্রিস্টাব্দে সিলেট জেলার প্রশাসনিক উপ-বিভাগ হিসাবে মৌলভীবাজারে সাউথ সিলেট নামে একটি মহকুমা প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এই মহকুমার নামকরণ করা হয় মৌলভীবাজার মহকুমা। ১৯৮৪ সালে মৌলভীবাজার জেলায় উন্নীত হয়।
নির্বাচিত তথ্য:
জেলার আয়তন: ২৭৯৯ বর্গ কিলোমিটার
জেলার জনসংখ্যা : ১৬,১২,৩৭৪ (২০০১ সালের শুমারি অনুসারে।)
পুরুষ: ৮,২০,৬৮৬
মহিলা: ৭,৯১,৬৮৮
উপজেলা: ৭ : মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুড়ী, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ।
পৌরসভা : ৫ : মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও কমলগঞ্জ।
ইউনিয়নের সংখ্যা : ৬৭
মৌজার সংখ্যা : ৯১৭
গ্রামের সংখ্যা : ২১৩৪
চা বাগান : ৯২
রাবার বাগান : ১০
গ্যাসক্ষেত্র : ২
নদী ও হাওড় :
নদী : ৬
মনু
ধলাই
সোনাই
ফানাই
কন্টিনালা
জুড়ি
হাওড় : ৩
হাকালুকি
হাইল হাওড়
কাওয়াদিঘী
শিক্ষা
ক. শিক্ষার হার
৪২.০৬% (২০০১ অনুযায়ী)
খ. শিক্ষা প্রতিষ্ঠান
কলেজ
২৩
সরকারি

বেসরকারি
২০
মাধ্যমিক বিদ্যালয়
১৫৯
সরকারি

বেসরকারি
১৫৬
প্রাথমিক বিদ্যালয়
১১০৪
সরকারি
৬৯২
রেজিস্টার্ড বেসরকারি
২০৫
নন-রেজিস্টার্ড বেসরকারি
৯৮
স্যাটেলাইট
৬২
কমিউনিটি
৪৭
মাদ্রাসা
৫৪
দাখিল
৪১
আলিম

ফাযিল

কামিল

টেকনিক্যাল স্কুল ও কলেজ

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র















স্বাস্থ্য
সরকারি হাসপাতাল

বেসরকারি হাসপাতাল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পরিবার কল্যাণকেন্দ্র
৩৮
মাতৃমঙ্গল ও শিশু কেন্দ্র

পল্লী স্বাস্থ্য কেন্দ্র
২০





যোগাযোগ
সড়ক:
কাঁচা : ২৬৭৫.১৮ কিলোমিটার
আধাপাকা : ৬১.৯৩ কিলোমিটার
পাকা : ৭৩৮.৩৫ কিলোমিটার
নদীপথ : ২৭৩.৫৩ কিলোমিটার
নদীবন্দর : ১ (শেরপুর)
রেল স্টেশন : ১৮

জেলায় বসবাসরত উপজাতীয় জন-গোষ্ঠী :
মনিপুরী
খাসিয়া
সাঁওতাল
ত্রিপুরা
গারো
ওরাঁও
মুন্ডা
উড়িয়া
জেলার বিভিন্ন চা বাগানে কর্মরত চা-জনগোষ্ঠী নিজস্ব জীবনধারা ও স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্টের অধিকারী।
জেলার প্রধান প্রধান দর্শনীয় স্থান
হজরত শাহ মোস্তফা (রহঃ)এর মাজার শরিফ, মৌলভীবাজার শহর
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ, কমলগঞ্জ
মাধবকুণ্ড জলপ্রপাত, বড়লেখা
লাওয়াছড়া সংরক্ষিত বনভূমি, কমলগঞ্জ
বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট (বিটিআরআই), শ্রীমঙ্গল
মনু ব্যারাজ, মৌলভীবাজার শহর
মাধবপুর চা বাগানের লেক।
পৃথিমপাশা নবাববাড়ি, কুলাউড়া
টি রিসোর্ট, শ্রীমঙ্গল