রবিবার, ২৬ এপ্রিল, ২০০৯


লালবাগ কেল্লা
কোথায় অবস্হিত:
এটি ঢাকার লালবাগে অবস্হিত।
কেনো বিখ্যাত:
লালবাগ কেল্লা ১৭ শতকের মোঘল স্হাপত্য। মোঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে প্রিন্স মোহাম্মদ আযম এটি তৈরি করেন। এটি ঢাকার প্রধান পর্যটন স্হান। এর অসাধারণ স্হাপত্যকীর্তি সবাইকে টানে। কেল্লার ভিতরে যেসব স্হাপনা সহজেই নজর কাড়ে সেগুলো হচ্ছে - পরীবিবির মাজার, লালবাগ মসজিদ, নবাব শায়েস্তা খানের হাম্মাম ও দরবার হল, তিন গম্বুজ মসজিদ প্রভৃতি। বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে যাদুঘর হিসেবে।
সাপ্তাহিক বন্ধ :
রোববার। সরকারী ছুটির দিন বন্ধ থাকে।
সোমবার খোলা থাকে বেলা দেড়টা থেকে বিকেল পাচটাঁ পর্যন্ত। মঙ্গল থেকে শনিবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাচটাঁ (অক্টোবর থেকে মার্চ), সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত (এপ্রিল থেকে সেপ্টেম্বর)। জুম্মার নামাজের জন্য শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত বন্ধ থাকে।
প্রবেশমূল্য :
জনপ্রতি পাঁচ টাকা তবে বিদেশী পর্যটকদের জন্য ৫০ টাকা।
ফোন : ৯৬৭৩০১৮।
কিভাবে যেতে হয়:
মহাখালি (টাঙ্গাইল বাসস্ট্যান্ড), কমলাপুর (ঢাকা রেলস্টেশন), গাবতলী এবং সায়দাবাদ থেকে বাসে, সিএনজি-তে বা টেম্পো-তে করে লালবাগ কেল্লায় যাওয়া যায়।